শাখায় ব্যবহৃত ফরমসমুহঃ
১। ফরম কঃ ৩ ধারার নোটিশ
২। ফরম খঃ ৬ ধারার নোটিশ
৩। ফরম গঃ ৭ ধারার নোটিশ
৪। ফরম ঘঃ ১১(২) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
৫। ফরম ঙঃ ১২(১) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
৬। ফরম চঃ ১২(২) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
৭। ফরম ছঃ সম্মতিপত্র/এগ্রিমেন্ট
৮। ফরম জঃ হস্তান্তর দলিল(ডিড অব ট্রান্সফার)
ফরম কঃ
১। ফরমের বিষয়ঃ ৩ ধারার নোটিশ
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ ভূমি অধিগ্রহণের প্রস্তাব ভূমি মালিককে নোটিশ আকারে জানানো হয়।
৩। ফাইলঃ
ফরম খঃ
১। ফরমের বিষয়ঃ ৬ ধারার নোটিশ
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত ভূমি মালিককে নোটিশ আকারে জানানো হয়।
৩। ফাইলঃ
ফরম গঃ
১। ফরমের বিষয়ঃ ৭ ধারার নোটিশ
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ ধার্যকৃত ক্ষতিপূণের অর্থ গ্রহণের জন্য ভূমি মালিককে নোটিশ আকারে আহবান জানানো হয়।
৩। ফাইলঃ
ফরম ঘঃ
১। ফরমের বিষয়ঃ ১১(২) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ দখল হস্তান্তরের পর অধিগ্রহণের চুড়ান্ত ঘোষণা বিজ্ঞপ্তি আকারে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়।
৩। ফাইলঃ
ফরম ঙঃ
১। ফরমের বিষয়ঃ ১২(১) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ প্রত্যাশি সংসাহ প্রাক্কলিত অর্থ নির্ধারিত ৬০ দিনের মধ্যে পরিশোধ করিতে ব্যর্থ হওয়ার কারণে অধিগ্রহণ কার্যক্রম বাতিল হইয়া গেলে এই সংক্রান্ত ঘোষণা বিজ্ঞপ্তি আকারে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়।
৩। ফাইলঃ
ফরম চঃ
১। ফরমের বিষয়ঃ ১২(২) ধারার ঘোষণা(গেজেট বিজ্ঞপ্তি)
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ বিশেষ কোন কারণে প্রকল্প পরিত্যক্ত বা বাতিল হইলে
সরকারের পূর্বানুমতি গ্রহণ করিয়া এই সংক্রান্ত ঘোষণা বিজ্ঞপ্তি আকারে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়।
৩। ফাইলঃ
ফরম ছঃ
১। ফরমের বিষয়ঃ সম্মতিপত্র/এগ্রিমেন্ট
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ প্রত্যাশি সংস্থা বেসরকারি হইলে ‘৩’ ধারার নোটিশ প্রকাশনার পূর্বে নির্ধারিত ফরমে প্রাক্কলিত অর্থ (আইন অনুসারে যাহা ধার্য হইবে ) পরিশোধের সম্মতিপত্র দাখিল করিতে হয়।
৩। ফাইলঃ
ফরম জঃ
১। ফরমের বিষয়ঃ হস্তান্তর দলিল(ডিড অব ট্রান্সফার)
২। সংক্ষিপ্ত বর্ণনাঃ প্রত্যাশি সংস্থা বেসরকারি হইলে দখল হস্তান্তরের পরই প্রত্যাশি সংস্থার অনুকুলে দলিল সম্পাদন করিয়া দেওয়া হয়।
৩। ফাইলঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস