নিরাপত্তা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা প্রদান করে। ক্ষেত্রবিশেষে নিজের নিরাপত্তা বিধান নাগরিকদের নিজের উপরও বর্তায়। দস্যু, ডাকাত, হিংস্র বন্যপ্রাণী ও চরম মাত্রার নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেদের নিরাপত্তা বিধানে মানুষ সৃস্টির আদিকাল থেকেই তৎপর। এ ব্যবহার যাতে শৃঙ্খলার সাথে হয়, আইনসিদ্ধভাবে হয়, সমাজে অন্যের নিরাপত্তা বিঘ্নিত না হয়ে হয়, সে উদ্দেশ্যেই রাইফেল ক্লাব, গান ক্লাব, শু্যটিং ক্লাব ইত্যাদির সৃষ্টি। কালের বিবর্তনে শু্যটিং একটি শিল্পমাধ্যম ও ক্রীড়ামাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগ্নেয়াস্ত্রের নেতিবাচক ব্যবহার রোধ রাইফেল ক্লাব নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিস্তারিত তথ্যের ও যোগাযোগের জন্য নিম্ন লিখিত নম্বরে ফোন করুন