Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বগুড়া জেলা ব্র্যান্ডিং
বিস্তারিত

 

জেলা ব্র্যান্ডিংঃ


জেলা ব্র্যান্ডিং হলো বাংলাদেশের প্রতিটি জেলার স্বাতন্ত্র্য এবং সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত একটি উদ্যোগ যেটি রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের একটি অংশ। এটি মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এটুআই প্রোগ্রামের আওতাধীন একটি প্রকল্প।

 

জেলা ব্র্যান্ডিং এর ধরণঃ


  1. পর্যটন ব্র্যান্ডিং- পর্যটক আকর্ষণের উপর ভিত্তি করে
  2. পণ্য ব্র্যান্ডিং- জেলার উল্লেখযোগ্য পণ্যকে কেন্দ্র করে
  3. উদ্যোগ ব্র্যান্ডিং- কোনো জেলার জনহিতকর কোনো উদ্যোগকে ব্র্যান্ডিং

 

বগুড়া জেলার উল্লেখযোগ্য পাঁচটি পণ্যঃ


  • ঐতিহ্যবাহী দই
  • সারিয়াকান্দি উপজেলার লাল মরিচ
  • মহাস্থানের কটকটি
  • আঠালো আলু
  • কৃষি যন্ত্রপাতি

 

জেলার উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণসমূহ- 


  • মহাস্থানগড়- বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়।
  • শীলাদেবীর ঘাট
  • মহাস্থানগড় জাদুঘর
  • খেরুয়া মসজিদ
  • শাহ সুলতান মাহমুদ বলখী (রঃ) এর মাজার
  • জিয়ৎ কুণ্ড
  • গোকুল মেধ
  • শহীদ চান্দু স্টেডিয়াম
  • ভাসু বিহার

 

পর্যটকদের ভ্রমণে আগ্রহী করার জন্য উন্নত আবাসিক হোটেল/ মোটেলসমূহঃ


  • হোটেল নাজ গার্ডেন (৪ তারকা)
  • হোটেল মম ইন (৪ তারকা)
  • হোটেল সিয়েস্তা (৩ তারকা)
  • নর্থওয়ে মোটেল (৩ তারকা)
  • পর্যটন মোটেল
  • সেফওয়ে হোটেল এন্ড রিসোর্ট
  • রেড চিলিজ রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউজ ইত্যাদি

 

জেলার সাংস্কৃতিক ঐতিহ্যঃ


পোড়াদহ মেলাঃ এটি বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।বগুড়া থেকে ১১ কিলোমিটার পূর্বদিকে ইছামতী নদীর তীরে প্রতিবছর মাঘ মাসের শেষের দিকে হিন্দু সম্প্রদায় এই মেলার আয়োজন করে। মেলায় হরেক প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায়।

কেল্লাপোষী মেলাঃ বগুড়ার শেরপুর উপজেলায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলা বসে। এই মেলার ইতিহাস ৪৫৭ বছরের পুরোনো।

 

জেলার উল্লেখযোগ্য উদ্ভাবনঃ

বগুড়ার বিসিক, গোহাইল রোড, স্টেশন রোড, রেলওয়ে মার্কেট, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্রাংশ তৈরীর বিভিন্ন কারখানা রয়েছে। দেশের মোট চাহিদার ৮০ শতাংশ কৃষি যন্ত্রাংশ বগুড়ায় তৈরী হচ্ছে। ধান কাটার মেশিন, বীজ ছিটানোর মেশিন, নিড়ানী যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, শ্যালো পাম্প ইত্যাদি খুব স্বল্প খরচে তৈরী করে বাজারজাত করা হচ্ছে, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

 

জেলা ব্র্যান্ডিং এর সম্ভাবনাময় ক্ষেত্রসমূহঃ


  • বিমানবন্দর স্থাপন
  • বুদ্ধিস্ট ট্যুরিজম
  • দই কেন্দ্রিক খাদ্য শিল্পের বিকাশ
  • ক্ষুদ্র শিল্পের (বুটিক) বিকাশ
  • পর্যটক গাইড ব্যবসা
  • পিকনিক স্পটের উন্নয়ন
  • আন্তর্জাতিক মানের হোটেল ও মোটেল ব্যবসা