জেলা ব্র্যান্ডিংঃ
জেলা ব্র্যান্ডিং হলো বাংলাদেশের প্রতিটি জেলার স্বাতন্ত্র্য এবং সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত একটি উদ্যোগ যেটি রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের একটি অংশ। এটি মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এটুআই প্রোগ্রামের আওতাধীন একটি প্রকল্প।
জেলা ব্র্যান্ডিং এর ধরণঃ
বগুড়া জেলার উল্লেখযোগ্য পাঁচটি পণ্যঃ
জেলার উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণসমূহ-
পর্যটকদের ভ্রমণে আগ্রহী করার জন্য উন্নত আবাসিক হোটেল/ মোটেলসমূহঃ
জেলার সাংস্কৃতিক ঐতিহ্যঃ
পোড়াদহ মেলাঃ এটি বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।বগুড়া থেকে ১১ কিলোমিটার পূর্বদিকে ইছামতী নদীর তীরে প্রতিবছর মাঘ মাসের শেষের দিকে হিন্দু সম্প্রদায় এই মেলার আয়োজন করে। মেলায় হরেক প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায়।
কেল্লাপোষী মেলাঃ বগুড়ার শেরপুর উপজেলায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলা বসে। এই মেলার ইতিহাস ৪৫৭ বছরের পুরোনো।
জেলার উল্লেখযোগ্য উদ্ভাবনঃ
বগুড়ার বিসিক, গোহাইল রোড, স্টেশন রোড, রেলওয়ে মার্কেট, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্রাংশ তৈরীর বিভিন্ন কারখানা রয়েছে। দেশের মোট চাহিদার ৮০ শতাংশ কৃষি যন্ত্রাংশ বগুড়ায় তৈরী হচ্ছে। ধান কাটার মেশিন, বীজ ছিটানোর মেশিন, নিড়ানী যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, শ্যালো পাম্প ইত্যাদি খুব স্বল্প খরচে তৈরী করে বাজারজাত করা হচ্ছে, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
জেলা ব্র্যান্ডিং এর সম্ভাবনাময় ক্ষেত্রসমূহঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস