সম্মানিত পৌরবাসী,
বাংলাদেশের মানুষ আজ নানা কারনে শহরমুখী। শহরকে আজ লক্ষ লক্ষ মানুষের ক্রমবর্ধমান চাপ সহ্য করতে হচ্ছে। স্থানাভাব, যানবাহন সমস্যা, অপ্রসস্থ রাস্তাঘাট, অতিরিক্ত যানবাহন, নিয়মহীন চলাচল, উপচে পড়া অগনন মানুষের ভীড়-উপরন্ত যানজট সমস্যা সব মিলিয়ে নগর জীবন আজ বিপর্যস্ত ও ভয়াবহ আকার ধরান করেছে। অপরিকল্পিত বাড়ী ঘর, দোকান-পাট, রাস্তা-ঘাট নির্মান, অবৈধ পার্কিং ও হকারদের ফুটপাত দখল। ওয়ার্কসপ গ্যারেজ, ফেরী্ওয়ালা, রাস্তাকে নিজ নিজ বাড়ী ঘরের মতো ব্যবহার করছে। জনসাধারনের জন্য যতোটুকু রাস্তা বরাদ্দ ছিল-তাও দোকানীদের দখলে। উপরোক্ত সমস্যগুলো দূর করার প্রানান্তকর প্রচেষ্টা চালানো হচ্ছে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রুপান্তরিত করতে পারলে শহরের এ ভয়াবহ সমস্যাগুলো দৃশ্যত: পরিবর্তনে আনা সম্ভব। তাই আসুন, একবিংশ শতাব্দীর বিশ্বায়নের ধারায় সম্পৃক্ত হয়ে গণতান্ত্রিক সংস্কৃতি তথা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে পরষ্পরের প্রতি মমতা, ভালবাসা ও সহনশীলতার মধ্য দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত আমাদের বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রুপান্তর করার দাবী বাস্তবায়নে সম্মিলিতভাবে উত্থাপন করি। এ লক্ষ্যে আমাদের মেধা.জ্ঞান.প্রজ্ঞা, সততা, নির্ভীকতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে স্ব স্ব স্থান থেকে বগুড়া পৌরসভার
যৌক্তিকতা, গুরত্ব জাতির সামনে বলিষ্ঠভাবে তুলে ধরি।
বগুড়া কে বাস্তাবিকপক্ষে দৃষ্টিনন্দন শহর, যানজট মুক্ত চলাচল, পরিকল্পিত শিল্প ও আবাসিক এলাকা নির্মান, মাদকমুক্ত শহর গঠনে আমরা প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আপনাদের মেধা, প্রজ্ঞা ও সৎ উপদেশ সর্বাগ্রে সমাদৃত ও গ্রহনযোগ্য হবে বলে আমি আপনাদের দ্বারস্থ হচ্ছি। আমি মহান আল্লাহ পাকের নিকট পৌরবাসীর সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করছি।
আল্লাহ হাফেজ
মাসুম আলী বেগ
পৌর প্রশাসক
বগুড়া পৌরসভা, বগুড়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস